বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের জনপ্রিয় অটোমোবাইল পরিষেবা কোম্পানি Ola Electric তাদের প্রায় সব মডেলেই বড় মাপের ছাড় ঘোষণা করেছে। গত মাসে Ola Electric Scooter বিক্রিতে কিছুটা ভাটা দেখা দেওয়ায়, গ্রাহক আকর্ষণের জন্য এই বিশেষ অফারের ঘোষণা করা হয়েছে। বর্তমানে সমস্ত মডেলে এক ধাক্কায় ৪০ হাজার রুপির ছাড় দেওয়া হচ্ছে।
সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এই বিশেষ ছাড়ের সঙ্গে ব্যাটারি ওয়ারেন্টি এক্সটেনশনও অন্তর্ভুক্ত রয়েছে, যা ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা।
সম্প্রতি বাজারে Ola Electric চালু করেছে দুটি নতুন ভ্যারিয়েন্ট, যেগুলোর সঙ্গে Ola S1 Pro মডেলও আবার বাজারে এসেছে।
Ola S1 Pro মডেলে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং এর সঙ্গে ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পও রয়েছে। এই মডেল দাবি করে যে, একটি পূর্ণ চার্জে ২৪২ কিমি রেঞ্জ পাওয়া যাবে। Ola S1 Pro-এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১,১৪,৯৯৯ রুপি।
এর পাশাপাশি, Ola S1 Pro Plus মডেলটি বাজারে এসেছে দুটি ব্যাটারি প্যাক বিকল্পসহ – ৪ কিলোওয়াট আওয়ার এবং ৫.৩ কিলোওয়াট আওয়ার। এখানে ৪ কিলোওয়াট ব্যাটারিতে ২৪২ কিমি রেঞ্জ এবং ৫.৩ কিলোওয়াট ব্যাটারিতে ৩২০ কিমি রেঞ্জ পাওয়া যাবে। এই মডেলের সর্বোচ্চ গতি ১৪১ কিমি প্রতি ঘণ্টা।
এছাড়াও, Ola S1 X বাজারে লঞ্চ হয়েছে তিনটি ব্যাটারি প্যাক বিকল্পসহ – ২ কিলোওয়াট, ৩ কিলোওয়াট এবং ৪ কিলোওয়াট আওয়ার। এই স্কুটারগুলোর রেঞ্জ যথাক্রমে ১০৮ কিমি, ১৭৬ কিমি এবং ২৪২ কিমি। Ola S1 X মডেলের দাম শুরু হচ্ছে মাত্র ৭৯,৯৯৯ রুপি থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।