বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে এলো অধিক রেঞ্জের ইলেকট্রিক বাইক। যা ফুল চার্জে ৫০১ কিলোমিটার পথ চলতে পারবে। ব্যাটারিচালিত এই বাইকের মডেল ওলা রোডস্টার এক্স প্লাস।
ওলা ইলেকট্রিক সম্প্রতি তাদের এই প্রিমিয়াম ইলেকট্রিক বাইক বাজারে ছেড়েছে। যার সর্বাধিক রেঞ্জ ৫০১ কিমি। এই বাইকের সঙ্গে আরও একটি নতুন ভ্যারিয়েন্ট রোডস্টার এক্স বাজারে আনা হয়েছে। যা তুলনামূলক সস্তার এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। ওলা রোডস্টার এক্স সিরিজ সম্পূর্ণরূপে ওলার মডুলার বাইক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
এই নতুন ইলেকট্রিক বাইক দুইটি ব্যাটারি অপশনে লঞ্চ করা হয়েছে। ছোট ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহারকারীদের সর্বাধিক ২৫২ কিমি রেঞ্জ দেবে। অন্যদিকে বড় ৯.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের রেঞ্জ ৫০১ কিমি বলে দাবি করা হয়েছে। যারা বেশি রেঞ্জের বাইক চান, তাদের জন্য এটি একটি বড় সুবিধা হতে পারে।
এই বাইকটিতে ১১ কিলোওয়াট পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। ০-৪০ কিমি প্রতি ঘণ্টার স্পিড তুলতে মাত্র ২.৭ সেকেন্ড সময় লাগে। বাইকটির মিড-ড্রাইভ মোটর একটি উন্নত মোটর কন্ট্রোল ইউনিট (এমসিইউ) এর সঙ্গে সংযুক্ত, যা বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে।
ওলা রোডস্টার এক্স প্লাসে ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেমের সাথে যুক্ত। এটি উন্নত ব্রেকিং পারফরম্যান্স ও আরও বেশি নিরাপত্তা প্রদান করে। সাধারণ তারের পরিবর্তে ফ্ল্যাট ক্যাবল ব্যবহার করা হয়েছে, যা ওজন হ্রাস, জায়গার সঠিক ব্যবহার এবং উন্নত তাপমাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করে।
বাইকটিতে ৪.৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ইউএসবি কানেক্টিভিটি সমর্থন করে এবং গুরুত্বপূর্ণ রাইড তথ্য প্রদান করে। এছাড়াও, রাইডারদের জন্য তিনটি রাইডিং মোড (স্পোর্ট, নরমাল, ইকো) রাখা হয়েছে, যা ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া যাবে। ব্যাটারিটি আইপি৬৭ ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ সার্টিফাইড, ফলে এটি দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেবে।
ওলা রোডস্টার এক্স প্লাস দুইটি ভ্যারিয়েন্টে এসেছে, যাতে ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। যারা বাজেটের মধ্যে একটি ভালো ইলেকট্রিক বাইক চান, তাদের জন্য ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯৯ রুপি।। অন্যদিকে, দীর্ঘ রেঞ্জের জন্য যারা বিনিয়োগ করতে ইচ্ছুক, তাদের জন্য ৯.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারির মডেলের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ রুপি ধার্য করা হয়েছে।
Oppo Reno 13 Series: প্রথমবারের মতো পানির নিচে ফটোগ্রাফির সুবিধা!
বাইকটি ইন্ডাস্ট্রিয়াল সিলভার, অ্যানথ্রাসাইট, স্টিলার ব্লু, পাইন গ্রিন এবং সেরামিক হোয়াইট – এই পাঁচটি রঙে পাওয়া যাবে। ওলা ঘোষণা করেছে যে রোডস্টার সিরিজের ডেলিভারি ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে। যারা এই বাইক কেনার পরিকল্পনা করছেন, তারা শিগগিরই টেস্ট রাইড ও সার্ভিস নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।
রোডস্টার এক্স প্লাস দীর্ঘ রেঞ্জ ও উন্নত প্রযুক্তির কারণে প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তবে বাস্তবে এই বাইক কতটা কার্যকরী, তা বাজারে আসার পর ব্যবহারকারীদের অভিজ্ঞতা থেকে বোঝা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।