বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি মাসের ২৮ তারিখে নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে জনপ্রিয় সংস্থা ‘ওলা’! বর্তমান সময়ে যদি ইলেকট্রিক যানবাহনের কথা বলা হয় তাহলে এই সংস্থার নাম আসে প্রথমদিকেই। গত বছরই ঘোষণা করা হয়েছিল এই বছর ‘Ola S1 Air’ স্কুটারটি লঞ্চ করা হবে। আজ আমরা সেই স্কুটার সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নেবো এই প্রতিবেদনে।
এই স্কুটারে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারীপ্যাক দেওয়া হয়েছে। সম্পূর্ণ চার্জে সেটি ১২৫ কিলোমিটার রেঞ্জ দেবে বলে জানিয়েছে সংস্থা।
এতে রয়েছে ৪.৫ কিলোওয়াট ইউনিটের হাব মোটর। যার ফলে এই স্কুটারের দাম অনেকটাই কম হয়েছে। অন্যান্য ফিচার্স দেখতে গেলে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের টুইন শক অ্যাবজর্বার থাকবে। একইসাথে এতে ডিস্ক ব্রেকের পরিবর্তে রয়েছে ড্রাম ব্রেক।
দামের দিক দিয়ে দেখতে গেলে এই স্কুটারের প্রারম্ভিক মূল্য ১.০৯ লাখ টাকা রাখা হয়েছে। তবে এটা শুধুমাত্র কিছুজন গ্রাহকদের জন্যই। তারপরে এই দাম বেড়ে ১.১৯ লাখ টাকা হয়ে যাবে। উল্লেখযোগ্য, বৈশিষ্ট্য এবং দামের দিক দিয়ে এই স্কুটারটি টেক্কা দেবে ‘TVS iQube’, ‘Ather 450S’ ইত্যাদি স্কুটারদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।