লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম পেরিয়ে গেছে ১ লাখ ৭০ হাজার টাকা। এমন পরিস্থিতিতে নতুন স্বর্ণের গয়না কেনা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। তবে আপনার কালচে হয়ে যাওয়া পুরাতন গয়নাগুলো কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপায়ে নতুনের মতো ঝকঝকে করে তোলা সম্ভব।
পুরাতন স্বর্ণ পরিষ্কারে যা যা লাগবে
- ১ থেকে ২ চামচ হলুদ গুঁড়ো (গয়নার পরিমাণ অনুযায়ী)
- ৫ থেকে ৬টি সাবান বাদাম (রিঠা)
প্রথমে রিঠাগুলো সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। রিঠাতে প্রাকৃতিক ফেনা তৈরির উপাদান রয়েছে, যা পরিষ্কারে সাহায্য করে। সকালে এই ভেজানো রিঠা সামান্য পানির সাথে সেদ্ধ করে নিন।
কীভাবে গয়না পরিষ্কার করবেন
১. রিঠার সেদ্ধ পানি ঠান্ডা হলে তাতে গয়নাগুলো ডুবিয়ে দিন।
২. এরপর এক চামচ হলুদ গুঁড়ো পানিতে মিশিয়ে নিন।
৩. গয়নাগুলো আলতোভাবে ঘষুন।
৪. নরম ব্রাশ দিয়ে গয়নার নকশার ভিতরের অংশগুলো যত্নসহকারে পরিষ্কার করুন।
৫. সবশেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নরম, শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
এভাবে পরিষ্কার করলে গয়নাগুলো আবার ঝকঝকে হয়ে উঠবে, দেখতে হবে একেবারে নতুনের মতো।
কী ব্যবহার করবেন না
- স্বর্ণের গয়না পরিষ্কারে কখনোই লেবু, ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করবেন না। এসব অ্যাসিডিক উপাদান স্বর্ণের ঔজ্জ্বল্য নষ্ট করে দিতে পারে।
- স্বর্ণের গয়না কখনোই ফুটন্ত পানিতে সেদ্ধ করবেন না। এতে গয়নায় থাকা হীরা, পাথর বা মুক্তা খুলে পড়ে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।