সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইসমাইল নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার পর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইসমাইল (৬০) গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকার মৃত আঃ গনির ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায় ভুক্তভোগী ওই শিশু। এসময় বৃদ্ধ ইসমাইল তার শরীরের স্পর্শকাতর স্থানে অশ্লীলভাবে স্পর্শ করে এবং ধর্ষণচেষ্টা করে। সে সময় আশেপাশের লোকজন গোসল করতে নদীতে আসলে দ্রুত সটকে পড়ে ঈসমাইল। শিশুটি ভয়ে দ্রুত বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে চুপচাপ হয়ে যায়। মেয়ের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে শনিবার তার মা জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনার কথা খুলে বলে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইসমাইল নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।