আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে ৭০ বছর বয়সী এক ব্যক্তি ও তার স্ত্রীর পানির ট্যাঙ্ক থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটনার আগে তারা বাড়ির ওয়াড়ে একটি চিরকুট রেখে গেছেন। যেখানে তাদের দুই সন্তানের বিরুদ্ধে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগও আনা হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি
চিরকুটে বলা হয়েছে, শুধু তাদের সন্তানরাই নির্যাতন করেনি। পুত্র বধূরাও তাদের ওপর নির্যাতন চালায়। এছাড়া হত্যা করার হুমকিসহ খাবার দেয়া বন্ধ করা হয়। এমনকি বাটি নিয়ে তাদের ভিক্ষা করার মতো অপমানজনক কথা বলা হয়।
৭০ বছর বয়সী হাজারীরাম বিষ্ণুই এবং তার ৬৮ বছর বয়সী চাওয়ালি দেবী রাজস্থানে বসবাস করতেন। বৃহস্পতিবার কারনি কলোনিতে অবস্থিত তাদের বাসার পানির ট্যাঙ্কের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই দম্পতির চার সন্তানের মধ্যে দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। এই দম্পতির আত্মহত্যার পর দুই পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে লেখা রয়েছে- তাদের ছেলে রাজেন্দ্র তাদেরকে তিনবার নির্যাতন করেছে এবং আরেক ছেলে সুনীল দুইবার মারধর করে। মারধরের বিষয়ে কারো কাছে অভিযোগ করলে তাদেরকে ঘুমের মধ্যে মেরে ফেলার হুমকিও দেয় ছেলে-মেয়েরা।
এ বিষয়ে নাগুয়ার পুলিশ সুপার নারায়ণ তোগাস বলেন, বৃহস্পতির ওই দম্পতির নিহতের খবর পাওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভির ফুটেজ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।