বৃদ্ধকে সিনেমা দেখতে না দেওয়ায় তরুণদরে অভিনব প্রতিবাদ

বিনোদন ডেস্ক : তোপের মুখে ‘স্টার সিনেপ্লেক্স’ কর্তৃপক্ষ। বৃদ্ধকে ‘স্টার সিনেপ্লেক্স’ মিরপুর সনি স্কয়ার শাখায় লুঙ্গি পরায় টিকিট না দেওয়ার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।

পরবর্তীতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিবৃতি দেয়। তারা এর সঠিক তদন্ত করবেন বলেও জানায়। সেই সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তিকে পুরো পরিবারসহ সিনেপ্লেক্সে ‘পরাণ’ দেখার আহ্বান জানানো হয়।

বৃদ্ধকে অবজ্ঞা করার প্রতিবাদে অনেকেই লুঙ্গি পরে স্টার সিনেপ্লেক্সে যাচ্ছেন। ফেসবুকে এ-সংক্রান্ত বেশ কিছু ছবি ও পোস্ট পাওয়া গেছে।

সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় লুঙ্গি পরে গেছেন বেশ কয়েকজন তরুণ। ছবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে। তাদের একজন মাশনুন ফেসবুকে লিখেছেন, ‘প্রথমে লুঙ্গি দেখে প্রবেশ করতে না দিলেও পরবর্তীতে আমাদের সংখ্যা দেখে হার মানতে বাধ্য হয় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দেশের মাটিতে সংস্কৃতির অবমূল্যায়ন, মানব না মানব না!’

হিরো আলম এবার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে খবর হলেন