লাইফস্টাইল ডেস্ক : গ্যাজেটপ্রেমীদের অনেকে নতুন মডেলের স্মার্টফোন আসলেই কেনার চেষ্টা করেন। ফলে ব্যবহৃত ফোনটি বিক্রি করে দেন। তবে পুরোনো ফোন বিক্রি করে খুব ভালো দাম পাওয়া যায় না। বাজারে ওই ফোনের মডেলের চলতি দামের অনেক কমে বিক্রি করতে হয় সাধারণত। তবে পুরোনো স্মার্টফোন বিক্রির আগে কয়েকটি কৌশল অবলম্বন করলে ভালো দামে বিক্রি করা যায়।
ডিসপ্লে পরিবর্তন : ডিসপ্লে পরিবর্তন করে ফোনের লুক বদলাতে পারেন। ডিসপ্লে ফাটা বা দাগ থাকলে কেউ বেশি দাম দিতে চাইবে না। নতুন ডিসপ্লের ওপরে সুরক্ষার জন্য টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিন। এতে কয়েক হাজার টাকা বেশিই পাবেন হয়তো।
দামের খোঁজ নিন : ফোন বিক্রির আগে একই মডেল অনলাইনে কত দামে বিক্রি হচ্ছে খোঁজ নিন। একাধিক ওয়েবসাইট থেকে ফোনের অবস্থা ও দাম জেনে নিয়ে একটি নির্দিষ্ট দাম ঠিক করুন। বারবার দাম পরিবর্তন করলে ক্রেতা ভালো দাম দিতে চাইবে না।
চার্জার ও হেডফোন দিন : ফোন বিক্রির সময় সঙ্গে চার্জার ও হেডফোন দিতে পারেন। এতে পুরোনো ফোনের দাম একটু বেশিই পাবেন। সম্ভব হলে ক্রেতাকে ফোনের বক্সটিও দিয়ে দিন।
ওয়ারেন্টি : পুরোনো বিক্রির ক্ষেত্রে ফোন কোম্পানির দেওয়া ওয়ারেন্টি থাকলে ভালো দাম পাওয়া যায়। এক্ষেত্রে ক্রেতারা সম্ভাব্য ত্রুটি ও সমস্যা সম্পর্কে খুব বেশি ভাবেন না। ঝুঁকি কম থাকায় বাজারে এসব ফোনের ভালো দাম পাওয়া যায়।
এই তারকদের পর্দার রোমান্স গড়িয়েছিল বাস্তবেও, মেলেনি একসাথে থাকার সুখ
অনলাইনে বিক্রি : দোকানে বা পরিচিতদের মধ্যে বিক্রি করলে খুব একটা দাম পাওয়া যায় না। তবে অনলাইনে বিক্রি করলে দাম একটু বেশি পাওয়া যায়। বিভিন্ন পুরোনো জিনিস কেনাবেচার গ্রুপগুলোতে বিনামূল্যে ফোন বিক্রি বিজ্ঞাপন পোস্ট করতে পারেন। তবে অতিরিক্ত দাম চাওয়া যাবে না। এতে আস্থা হারানোর সম্ভাবনা থাকে। পুরোনো ফোন কেনাবেচার ক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্লাটফর্ম বেছে নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।