পুরাতন ফোন কাজ করবে নতুনের মতো, চেঞ্চ করে দিন এই সেটিংসটি

পুরাতন ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোন পুরানো হতে শুরু করলে সেটা স্লো হয়ে যায়। শুরুতে ফোনের প্রতিটি কাজই দ্রুত হয়ে যায়। পুরানো ফোন ধীরে ধীরে অকেজো হতে শুরু করে। তবে অনেক সময় পুরনো ফোনটিকেও একেবারে নতুনের মতো করা যায়।

পুরাতন ফোন

কোম্পানি নিয়মিত তার নির্ধারিত ফোনের জন্য আপডেট দেয়। যাতে ফোনের পারফরম্যান্স, সিকিউরিটি, বাগ ফিক্স করা যায়। অত্যাধুনিক সফটওয়্যার ফোনে ইন্সটল করে পারফরম্যান্স বাড়ানো যায়।

আপনাকে ফোনের সেটিংসে গিয়ে About Device-এ যেতে হবে। তার পর Software Update-এ ট্যাপ করুন। পুরনো ফোন হয়ে যাবে একেবারে নতুনের মতো।

নতুন অ্যাপ ইনস্টল করলে সেই অ্যাপ পারমিশন চাইবে। আপনার যে সমস্ত প্রয়োজনে সেই অ্যাপ দরকার, শুধুমাত্র সেগুলির পারমিশন দেবেন। সব ক্ষেত্রে পারমিশন দিলে ফোন স্লো হতে বাধ্য।

কোন বয়সে কতটা ঘুমের প্রয়োজন

সব সময় ফোনে্র Cache Files ক্লিয়ার করবেন। এতে ফোন স্লো হওয়ার প্রবণতা কমবে।