বিনোদন ডেস্ক : বেশ কয়েকমাস আগে একটি গান ভাইরাল হয় ‘মানিকে মাগে হিতে’। এই গানের ভাষা কারোর বোধগম্য না হলেও সকলের কাছে বেশ প্রিয় হয়ে ওঠে এই গানের সুর ও মিউজিক। অনেকে গানটির অর্থ না বুঝলেও গানটিকে ভালোবেসে ফেলেন। গানটি একটি সিংহলি গান। তাই এই গানের ভাষা সকলের বোধগম্য নয়। গানটি গেয়েছেন ইউহানি দি সিলভা।
এই গান গেয়ে তুমুল জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যে বলিউড থেকে ডাক পেয়েছেন গায়িকা। এই দুর্বোধ্য ভাষার গানটির বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। যার মধ্যে বাংলা, তামিল, মারাঠি, কাশ্মীরী ভাষায় এটি অনুদিত হয়েছে। অর্থাৎ গানটার জনপ্রিয়তা সম্বন্ধে স্পষ্ট হয় এই বিষয়টি জানলে।
অর্থাৎ এটিই স্পষ্ট যে গানটির মুক্তি অনেকদিন হলেও তার জনপ্রিয়তা এখনও কমেনি। এবার এই সিংহলি গানটিই করল এক খুদে কন্যা। তার মিষ্টি গলায় এই গান সকলের কাছে আরও মিষ্টি হয়ে উঠেছে। ওই খুদে কন্যার গানের প্রতি দক্ষতা দেখলে অবাক হতে হয়। তার এই মিষ্টি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে সে জনপ্রিয় ‘মানিকে মাগে হিতে’ গানটি নিজের মতন করে গাইছে। তার সুর, কন্ঠে মোহিত হয়েছেন শ্রোতারা৷ এত্ত খুদে বয়সে মাইকের সামনে দাঁড়িয়ে তার এমন সাবলীলভাবে গান গাওয়া অনেকের নজর কেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।