বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের এখন সিনেমায় ব্যস্ততা কম। সেই সুবাদে গত মাসে মেয়ে আরাধ্যাকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়েছিলেন এই বলিউড কুইন। সেখানে গিয়ে পুরনো ভক্তদের সঙ্গে দেখাও করেছেন তিনি। দারুণ একটা ছুটি কাটিয়ে বুধবার রাতে মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বাইয়ে ফিরেছেন ঐশ্বরিয়া।
মুম্বাইয়ে ফেরার পর বিমানবন্ধরে ঐশ্বরিয়াকে দেখা গেছে কালো টপের সঙ্গে ম্যাচিং করে কালো জিন্স পরতে। এ সময় তার সঙ্গে থাকা আরাধ্যা মায়ের মতো কালো প্যান্ট পরলেও গায়ে ছিল গোলাপী সোয়েটার। তাতে অবশ্য মা ও মেয়েকে ভালোই দেখাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রশংসাও করছেন তার অনুরাগীরা।
এর আগে, নিউইয়র্কে ভক্তদের সঙ্গে দেখা করেছেন ঐশ্বরিয়া। যার একটি ছবি শেয়ার করেছেন তার এক অনুরাগী। যা নিয়ে আবেগঘন পোস্টও শেয়ার করেছেন তিনি। ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হওয়ার পুরনো ও বর্তমান সময়ের দুটি ছবি শেয়ার করেছেন ওই নারী ভক্ত। যেখানে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি উপভোগ করার কথা জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে ওই নারী ভক্ত লিখেছেন, ‘এক জীবনে দুবার আপনার আইডলের সঙ্গে দেখা করা গ্রিডে জায়গা পাওয়ার মতো ব্যাপার। আমার প্রতি এত সদয় থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে আপনার প্রভাব সম্পর্কে বলেছিলাম আপনি এত মনোযোগ দিয়ে শুনেছেন, যা আমার কাছে স্বপ্নের মতো। আপনার জীবন সুখ ও আন্দনের হোক সেই কামনা করি।’
একদল বিদেশি সুন্দরীর দুর্দান্ত বেলি ড্যান্স দেখে ঘুম ঝড়ছে পুরুষদের, ভাইরাল ভিডিও
ঐশ্বরিয়া ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড মুকুট জয়ের পর বলিউডে বেশ কিছু সারা জাগানো সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে দেবদাস, হাম দিল দে চুকে সনম, ইরুভার, গুরু, গুজারিশ, যোধা আকবর, তাল, রেইনকোট, জিন্স, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস অন্যতম। সবশেষ ২০২৩ সালে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল মণি রত্নমের ম্যাগনাম অপাস পোন্নিয়ান সেলভান ২ সিনেমাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।