আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ দিন ধরেই সন্তান চাইছিলেন ২৫ বছর বয়সি কেটলিন মুনোজ। কিন্তু এন্ডোমেট্রিয়োসিসের সমস্যায় কিছুতেই মা হতে পারছিলেন না তিনি। শেষমেশ মেয়ের সন্তানের সাধ পূরণ করতে এগিয়ে এলেন মা চ্যালিস স্মিথ। ঘটনাটি ঘটেছে আমেরিকায়।
পঞ্চাশে পা দেওয়া চ্যালিসের নিজের সন্তানই আট জন। বয়সের কারণে হাঁটু ও নার্ভের সমস্যাও রয়েছে তাঁর। সব মিলিয়ে সহজ ছিল না চ্যালিসের পথ। তবুও মেয়ের মুখে হাসি ফোটাতে সারোগেট মা হতে এগিয়ে আসেন তিনি। সেই মতো আইভিএফ পদ্ধতিতে কেটলিনের সন্তান নিজের দেহে ধারণ করেন তিনি।
মে মাসেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চ্যালিস। সন্তান প্রসবের সময় হাসপাতালে হাজির ছিলেন, মেয়ে-জামাই ও স্বামী। চ্যালিসের দাবি, প্রথমে কিছুটা চিন্তায় থাকলেও সন্তান প্রসব খুবই সহজ ছিল তাঁর কাছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই একসঙ্গে ছবি তুলেছেন সকলে। চ্যালিস জানিয়েছেন, এই সন্তান মা হিসেবে মেয়ের প্রতি উপহার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।