অল্প বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় ক্রিকেটার

জনপ্রিয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান পাকিস্তানের পেস বোলার শাহজাদ আজম।

জনপ্রিয় ক্রিকেটার

৩৬ বছর বয়সী শাহজাদ ইসলামাবাদের হয়ে প্রথম শ্রেণির ৯৫ ম্যাচে অংশ নিয়ে ৩৮৮ উইকেট শিকার করেন। তিনি ২০১৫ সালে পাকিস্তান এ দলের প্রতিনিধিত্বও করেছিলেন।

শাহজাদ আজম ২০১৮ সালের মার্চে সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন। তিনি প্রথম শ্রেণি, লিস্ট-এ এবং টি-টোয়েন্টি মিলে ১৮২ ম্যাচে অংশ নিয়ে ৪৯৬ উইকেট শিকার করেন। ব্যাট হাতে করেন ৪টি ফিফটির সাহায্যে ২ হাজার ১৩৪ রান।

শাহজাদ ২০২০ সালে পাকিস্তান সফরকারী মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সাথে একটি ম্যাচ খেলেন। উত্তর পাকিস্তানের হয়ে ৩০ রান খরচায় শিকার করেন এক উইকেট।

নায়িকাদের শীর্ষে শবনম বুবলী

শাহজাদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শোক প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শান মাসুদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির আরাফাত, শাদাব খানরা।