স্পোর্টস ডেস্ক : ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে সবচেয়ে দামী পুরস্কার স্বর্ণপদক। এই পদকে কতটুকু স্বর্ণ থাকে?
ফরাসি সংবাদমাধ্যমে প্রতিবেদন, অলিম্পিক পদকগুলোতে স্বর্ণের পরিমাণ খুবই কম থাকে। তবে ভবিষ্যতে পদকে স্বর্ণের পরিমাণ আরও বাড়তে পারে।
বর্তমানে পদকটির ওজন ৫২৯ গ্রাম, এরমধ্যে কেবল ৬ গ্রাম স্বর্ণ রয়েছে। অর্থাৎ, পদকের মোট ওজনের প্রায় ১.৩ শতাংশ স্বর্ণ, বাকিটা খাঁটি রুপা। স্বর্ণের অংশটি কেবল রূপালী কোরের উপরে একটি প্লেট দিয়ে গঠিত। তবে একটি রৌপ্য পদকের পুরোটা এখনও রৌপ্য দিয়ে তৈরি। ব্রোঞ্জ পদকটি তামা, টিন এবং দস্তার মিশ্রণে তৈরি হয়।
২০২৪ অলিম্পিকে যে স্বর্ণপদক দেয়া হচ্ছে, তার দাম ৯৫০ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২১ হাজার টাকা। সাধারণত ৯২.৫ শতাংশ বিশুদ্ধ রুপা দিয়ে তৈরি করা হয় এ মেডেল, তার উপরে অন্তত ৬ গ্রাম সোনার আস্তরণ থাকে।
আমাকে কাছে পেতে যে টাকা লাগবে তা দেবার সাধ্য আপনার নেই : স্বস্তিকা
একদম সলিড গোল্ড বা বিশুদ্ধ স্বর্ণের পদক শেষবার দেয়া হয়েছিল ১৯১২ স্টকহোম অলিম্পিকে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী অর্থ-সঞ্চয় নীতির কারণে ১৯২০ সাল থেকে পদক তৈরিতে স্বর্ণের পরিমাণ কমিয়ে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।