স্পোর্টস ডেস্ক : শতাব্দী প্রাচীন বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসে ছেলেদের ফুটবল ইভেন্টে গ্রুপপর্ব শেষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের পালা। শেষ আটের টিকিট কেটেছে স্বাগতিক ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মরক্কো, আর্জেন্টিনা, মিশর, স্পেন, জাপান ও প্যারাগুয়ে।
মরক্কো-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুক্রবার গড়াবে কোয়ার্টারের লড়াই। ৫ আগস্ট হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। শেষ চারের লড়াইয়ে হেরে যাওয়া দুদল ৮ আগস্ট ব্রোঞ্জপদকের জন্য খেলবে। ৯ আগস্ট ফাইনাল দিয়ে নির্ধারিত হবে স্বর্ণ ও রৌপ্যপদক বিজয়ী।
চার গ্রুপে ভাগ হয়ে ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে নকআউট পর্বে উঠেছে বিশ্বজয়ী আর্জেন্টিনাসহ আট দল। গ্রুপসেরা দুটি দল পেয়েছে শেষ আটের টিকিট। চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে এসেছে ফ্রান্স, মরক্কো, মিশর ও জাপান। গ্রুপ রানার্সআপ হয়েছে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, স্পেন ও প্যারাগুয়ে।
এক নজরে শেষ আটের প্রতিপক্ষ, সময়-সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
২ আগস্ট:
মরক্কো-যুক্তরাষ্ট্র, সন্ধ্যা ৭টা (পার্ক ডে প্রিন্সেস)
জাপান-স্পেন, রাত ৯টা (গ্রুপমা স্টেডিয়াম)
মিশর-প্যারাগুয়ে, রাত ১১টা (অরেঞ্জ ভেলোড্রোম)
ফ্রান্স-আর্জেন্টিনা, রাত ১টা (ম্যাটমুট আটলান্টিক)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।