আন্তর্জাতিক ডেস্ক : ওমানের শ্রম মন্ত্রণালয় পবিত্র রমজান মাসে প্রবাসী কর্মীদের সুবিধার্থে বেসরকারি খাতে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে।
এই নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে প্রতিদিন সর্বোচ্চ ৬ ঘণ্টা এবং সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কর্মীদের দিয়ে কাজ করানো যাবে। এছাড়াও, নিয়োগকর্তাদের কর্মীদের সুবিধা ও কাজের প্রকৃতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়ারও অনুরোধ করা হয়েছে।
ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে পরদিন ১ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। ওমানের জৌতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি জানিয়েছেন, শনিবার (১ মার্চ) ওমানে রমজানের প্রথম দিন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মীদের কর্মঘণ্টা কমানোর ঐতিহ্য রয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ বিভাগ এবং কুয়েত সরকারও রমজান উপলক্ষে কর্মীদের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছিল। এবারও ওমানসহ অন্যান্য দেশগুলো এই ঐতিহ্য বজায় রেখেছে।
এই সংবাদটি প্রবাসী কর্মীদের জন্য সুখবর বয়ে এনেছে, যারা পবিত্র রমজান মাসে ধর্মীয় কর্তব্য পালনের পাশাপাশি কাজের চাপ সামলাতে চান। ওমান সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।