রেস্তোরাঁ ব্যবসা নিয়ে নতুন করে যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ওমর সানীর রেস্তোরাঁ ব্যবসা রয়েছে এটা সকলেই জানেন। চাপ সামলাও নামের এই রেস্তোরাঁয় ওমর সানী নিজের দৈনন্দিন জীবনের অনেকটাই দেন। কিন্তু বর্তমান বাজার অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসায় একদমই লাভ নেই- এমনটাই শোনা গেল ‘আখেরি হামলা’ খ্যাত এই অভিনেতার কণ্ঠে।

এক প্রশ্নের জবাবে, ওমর সানী বলেন, ‘আপনিই বলুন বাজারে চালের দাম কত, তেলের দাম কত, এই বাজারে রেস্তোরাঁয় ব্যবসা কত লাভ হয় আপনিই বলুন। আসলে এসব বিষয়ে নিয়ে কথা বলার কিছু নেই।’

ওমর সানী রেস্তোরাঁ ব্যবসা নিয়ে কথা না বললেও শুরু করেছেন নতুন কাজ। দেশ রূপান্তরের সঙ্গে এক সাক্ষাৎকারে নির্মাতা মালেক আফসারী বলেছিলেন, আমি এখন টাকায় ইনকাম করি না, ডলারে করি। এবার হয়তো ডলার ইনকাম করতে যাচ্ছেন চিত্রনায়ক ওমর সানীও। কেননা ওমর সানী এরইমধ্যে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। যেখানে প্রতিনিয়ত নিজের অভিমত প্রকাশ করছেন। সেসব ভিডিওতে নেটিজেনদের প্রতিক্রিয়াও আসছে।

এর কারণ হিসেবে ওমর সানী বললেন,‘আমার রাজ্যে আমি বিচরণ করতে চাই। আমি অন্য কোথাও গিয়ে কথা বলবো, হয়তো সেটাক সম্ভব হয় না। ধরেন কোনো টেলিভিশনে গিয়ে আমি কথা বলবো সেটা সম্ভব হচ্ছে না। তাই আমি চাই আমার যত বলার মতো কথা রয়েছে সব এখানেই বলতে চাই। আমি ইউটিউব খুলেছি এখানে ধীরে সুস্থে আমার কথাগুলো বলবো।’

নিজের অভিমত ছাড়াও ইউটিউব নিয়ে অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি না এ প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, ‘আপনি ভালো কথা বলেছেন। এটা নিয়ে তো আমাকে ভাবতে হবে। আগামী আমার নিজস্ব প্রযোজনার কোনো অনুষ্ঠান বা সিনেমা বানাতে পারি।’