বিনোদন ডেস্ক:গত শুক্রবার একটি শোরুম ওপেনিংয়ে অতিথি ছিলেন মৌসুমী ও ওমর সানী। সেখানে মৌসুমীকে দেখা যায়। মৌসুমী কেক কাটেন। কিন্তু ওমর সানী ছিলেন না।
কিছুক্ষণ পর ওমর সানী আসেন। পরে ওমর সানী আলাদাভাবে কেক কাটেন। মৌসুমী ও ওমর সানী দুজন কথা বলেননি। আলাদাভাবে ওই স্থান ত্যাগ করেন।
শুক্রবারের এই দূরত্ব রবিবারে প্রকট আকারে দেখা দিল। তবে ওমর সানী বলছেন, মৌসুমীর সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব চলছে। রবিবার দুপুরে এ কথা স্পষ্ট করলেন সানী নিজেই।
ওমর সানী বলেন, ‘আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। আমার পরিবারের প্রতি, মৌসুমীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে, আমার ছেলে-মেয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে। সে যা বলেছে, কী ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বিষয়টি নিয়ে কিছুদিন যাবৎ একটু দূরত্ব তো চলছিল। চেষ্টা করছিলাম। কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সাথে আমার ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলব না। ‘
ওমর সানী বলছেন, ‘সে (মৌসুমী) স্টিল নাও আমার স্ত্রী। আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই- আমি কী বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন, আমার মেয়ে ফাইজা আছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে ডিস্টার্ব করে। ফারদিন বলুক আর ফাইজা বলুক। আমার ছেলে-মেয়েরা বলুক এই বিষয়গুলো। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। ‘
একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়। এরপর প্রেম এবং পরে বিয়ে। এরই মধ্যে ২৫ বছর পার হয়ে গেছে। দুই সন্তানের বাবা-মাও হয়েছেন। আগামী আগস্টে ২৬ পেরিয়ে যাবে। এর পূর্বে দুজনের এই দূরত্ব ভক্তদের চিন্তায় ফেলে দিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।