মৌসুমীকে সঙ্গে নিয়ে দোয়া চাইলেন ওমর সানি

ওমর সানি-মৌসুমী

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৭ বছরের সংসার। সম্প্রতি জায়েদ খান চার মাস ধরে চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছেন, এমন অভিযোগ করেছেন ওমর সানি। তবে মৌসুমী তা অকপটে অস্বীকার করলেন। এসব নিয়ে চলচ্চিত্রপাড়ায় ঝামেলা-উত্তেজনা চলছেই।
ওমর সানি-মৌসুমী
অবশেষে তার ফেসবুক ফেরিফাইড পেজে আজ সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবার মঙ্গল কামনা করেছেন।

পরিবারের সবাইকে নিয়ে খাবার খাওয়ার একটি ছবি তার ফেসবুক ফেরিফাইড পেজে পোস্ট করেন বুধবার আনুমানিক রাত পৌনে ১ দিকে। যেখানে ওমর সানি, মৌসুমী ও তাদের সন্তানদের এক সঙ্গে দেখা যায়।

এদিকে জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়কা মৌসুমী। তবে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে যে অভিযোগ ওমর সানি করেছেন তাতে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।

দীর্ঘ ২৭ বছর ধরে সংসার। কিন্তু সম্প্রতি জায়েদ ও সানি দ্বন্দ্ব শুরু হয়। ১৩ জুন দুপুরে এক অডিও বার্তা পাঠানো হয় মৌসুমীর পক্ষ থেকে। এরপর সেই বার্তা ভাইরাল।

যেখানে তিনি চিত্রনায়ক ওমর সানীকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন। মূলত জায়েদ খান ও ওমর সানীর মধ্যকার দ্বন্দ্ব-লড়াই ইস্যুতে ওই বিবৃতি দিয়েছেন নায়িকা। এরপর থেকেই শুরু হয় তুমুল সমালোচনা। কেন সানিকে তিনি ভাই বলে ডেকেছেন।

এ ব্যপারে গণমাধ্যমে ওমর সানি বলেন, কেন ভাই ডেকেছে এটা আসলে আমার জানা নেই। সে এখনো আমার স্ত্রী, আমরা একই ছাদের নিচে বসবাস করছি। আমাদের দুটি সন্তানও রয়েছে।

সে যা বলেছে, কি ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বিষয়টি নিয়ে কিছুদিন ধরে একটু দূরত্ব তো চলছিল। কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সঙ্গে আমার ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলবো না। কারণ সে স্টিল নাও আমার স্ত্রী।

তবে জায়েদ খানকে নিয়ে তিনি বলেন, ইন্ড্রাস্টির মানুষ জানে, রাষ্ট্র জানে, দেশের মানুষ জানে জায়েদ খানকে নিয়ে। সো এটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নেই। এর উত্তর আমার ছেলে -মেয়েরা দেবে। এর বেশি কিছু এখন বলতে চাই না।

অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমী তার অডিও বার্তায় বলেছেন, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।

মৌসুমী বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।

এই অভিনেত্রী আরো বলেছেন, আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ‘ভাই’ কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।

সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরো বলেন, আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না; জানাটা খুব বেশি জরুরি ছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়, ওমর সানী সবার সামনে হঠাৎ করেই জায়েদ খানকে চড় মারে। জায়েদ নাকি গত চার মাস ধরে মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। সেই জেরে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। জায়েদও চুপ ছিলেন না, কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘একেবারে গুলি করে দেব।’

ঘটনা এখানেই শেষ নয়, এদিকে রোববার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানী।