সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ‘গর্জিয়াস’ বলে সম্বোধন করছেন উপস্থাপিকা। আর তাতেই ক্ষেপে যান নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেন ওমর সানী। আলাপচারিতায় এক পর্যায় ওঠে নুসরাত ফারিয়া প্রসঙ্গ। ফারিয়াকে ‘গর্জিয়াস’ অভিনেত্রী বলায় ওমর সানী তাতে দ্বিমত পোষণ করেন। বলেন, নুসরাত ফারিয়া অভিনেত্রী, দেখতে বেশ সুশ্রী, অনেক সুন্দরী, পড়াশুনা জানা মেয়ে সবকিছু ঠিক আছে। কিন্তু ওর সাথে ‘গর্জিয়াস’ কথাটা যায় না। আমার কাছে মনে হয়, ‘গর্জিয়াস’ বললে ওকে আরও ছোট করা হবে।
ওমর সানী আরও বলেন, নুসরাত ফারিয়া ‘গর্জিয়াস’ পথে হাঁটুক আমি চাই, কিন্তু ওকে তার আগেই যদি আমি ‘গর্জিয়াস’ বলি, ওর প্রশংসায় পঞ্চমুখ হই, তাহলে ও আর কী শিখবে? আমার এরকম মতামতের কারণে অনেকেই আমাকে পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না।
এরপর অভিনেতা বলেন, আমি খুব করে যেটা অনুভব করি সেটা হলো নুসরাত ফারিয়ার মতো শিক্ষিত মেয়েদের এ চলচ্চিত্রে দরকার আছে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ওদের প্রয়োজন।
নুসরাত ফারিয়া নায়িকা না হলে কোন পেশায় ভালো করতেন, এমন প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, ওর সাথে চলে, ওর ব্যক্তিত্বের সাথে যায় এদিক থেকে ওকে দেখে আমার কাছে মনে হয় ও যদি ‘বিজনেস ওমেন’ হতো, খুব ভালো করতে পারতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।