জুমবাংলা ডেস্ক : ক্ষমতার জন্য অশুভ প্রতিযোগিতা চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার ওপর লেখা, ‘রাজবন্দির জবানবন্দি’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশ বাঁচাতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ঐক্যের বিকল্প নেই। নেতাকর্মীদের আন্দোলনের ফলেই চিকিৎসার জন্য বিদেশ যেতে পেরেছেন খালেদা জিয়া। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমান দেশে ফিরবেন।
নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।