এবার অমির ‘হাউ সুইট’ ওয়েব ছবিতে অপূর্ব

apurbo

বিনোদন ডেস্ক : ক্যারিয়ার নতুন ছকে সাজাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। কোরবানির ঈদ মাত করেছেন হইচইয়ের সিরিজ ‘গোলাম মামুন’ দিয়ে। অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষেকের। প্রতীপ ডি গুপ্তর নির্মাণে অভিনেতাকে ওপারে দেখা যাবে ‘চালচিত্র’তে।

apurbo

এবার তিনি যুক্ত হলেন ছোট পর্দার হিট নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ছবি ‘হাউ সুইট’-এ। এর আগে অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব।

ইংল্যান্ডের নতুন কোচ টুখেল

নতুন ওয়েব ছবিটি আসবে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে। আজ রাতে দেওয়া হবে এর আনুষ্ঠানিক ঘোষণা।