বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং কে টেক্কা দিতে এবার ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর লঞ্চ করল Omnivision। নতুন এই ইমেজ সেন্সরের নাম OVB0A। এটা তার পূর্বসূরীর তুলনায় একাধিক আপগ্রেডসহ এসেছে। Omnivision 200MP সেন্সর ক্লাস-লিডিং রেজোলিউশন, উন্নত অটোফোকাস ও দুর্দান্ত লো লাইট পারফরম্যান্স অফার করবে বলে দাবি সংস্থার।
উল্লেখ্য, Omnivision এখন ইমেজ সেন্সরের বাজারে Samsung এর বড় প্রতিদ্বন্দ্বী। নতুন এই 200MP OVB0A যে সংস্থার বাজার শেয়ার আরও বাড়াবে তাতে কোনো সন্দেহ নেই। এই প্রিমিয়াম সেন্সরের সাইজ ১/১.৩৯৫ ইঞ্চি, যা এর পূর্বসূরীর তুলনায় কিছুটা ছোট।
শুধু তাই নয়, ওমনিভিশন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সবচেয়ে ছোট পিক্সেলের (০.৫৬ মাইক্রোমিটার) মোবাইল ইমেজিং টেকনোলজি। এটি ১০০ শতাংশ কোয়াড ফেস ডিটেকশন অফার করবে।
সংস্থার তরফে জানানো হয়েছে যে, ওমনিভিশন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর চলতি বছরের চতুর্থ কোয়ার্টার থেকে উপলব্ধ হবে। যদিও কোন কোন ফোনে এই সেন্সর ব্যবহার করা হবে তা এখনও জানা যায়নি। তবে আশা করা যায় Motorola, Infinix এর মতো ব্র্যান্ড শীঘ্রই নতুন এই ইমেজ সেন্সরের সাথে তাদের মিড রেঞ্জ ফোনের ঘোষণা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।