OmniVision একটি চাইনিজ কোম্পানি যারা ডিজিটাল ইমেজে প্রোডাক্ট তৈরি করে থাকে। তাদের তৈরি করার ক্যামেরা সেন্সর স্মার্টফোন, নোটবুক সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়ে থাকে। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের জন্য দ্বিতীয় প্রজন্মের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
OmniVision দাবি করেছে যে তাদের তৈরি করা সেন্সর দিয়ে সর্বোচ্চ রেজুলেশন ছবি তোলা যাবে। পাশাপাশি অটোফোকাসিং আগের থেকে আরো নিখুঁত হবে। নাইট মোড অপশন এ উন্নতি ঘটানো হবে। যেখানে পরিবেশ অন্ধকার এবং আলো কম সেখানে যেন স্পষ্ট ছবি আসে সেটা নিশ্চিত করবে তাদের তৈরি করা ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তারা সবথেকে ছোট সাইজের পিক্সেল ব্যবহার করতে সক্ষম যা এর আগে কখনো সম্ভব হয়নি। এর ফলে পরিবেশ থেকে বেশি পরিমাণ আলো সেন্সরে প্রবেশ করতে পারবে।
OmniVision কোম্পানির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্যামসাং। স্যামসাং সম্প্রতি তাদের নতুন ইমেজ তৈরির কাজ শেষ করেছে যা স্মার্টফোনে ব্যবহার করা হবে। স্যামসাং এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য OmniVision পরবর্তী প্রজন্মের স্মার্টফোনের জন্য তাদের দ্বিতীয় জেনারেশনের ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর তৈরি করছে।
OmniVision এ সেন্সরে ০.৫৬ মাইক্রোমিটারের পিক্সেল ব্যবহার করা হবে। মোবাইল ইমেজ টেকনোলজিতে এর আগে এত কম সাইজ এর পিক্সেল কখনো ব্যবহার করা হয়নি।
সেন্সরটির কোয়ান্টাম ফেজ ডিটেকশন এবং এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত গবেষণা করা হচ্ছে। লো লাইট পারফরম্যান্স এ তাদের সেন্সর সবার থেকে এগিয়ে থাকবে বলে দাবি করেছে OmniVision। এটাই এ সেন্সরের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার।
সেন্সরটি তৈরির কাজ শেষ হতে এখনো অনেক সময় লাগবে। তাদের ২০০ মেগাপিক্সেল সেন্সরের স্মার্টফোন প্রথম বাজারে আসতে এখনও অনেক দিন অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।