ওমরাহর সময় ফিলিস্তিনিদের জন্য অভিনেত্রীর বিশেষ দোয়া

অভিনেত্রীর বিশেষ দোয়া

বিনোদন ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের সৌভাগ্য লাভ করলেন পাকিস্তান শোবিজ অঙ্গনের প্রসিদ্ধ তারকা উশনা শাহ। এ সময় পবিত্র কাবাঘরে দাঁড়িয়ে দখলদার ইসরাইলি বাহিনীর জুলুমের শিকার মজলুম ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়াও করেছেন তিনি।

অভিনেত্রীর বিশেষ দোয়া

মঙ্গলবার ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। উর্দু সংবাদমাধ্যমটি জানায়, জনপ্রিয় এ অভিনেত্রী ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে স্বামীর সাথে একটি ছবি শেয়ার করেছেন।

ওই ছবির ক্যাপশনে উশনা শাহ লিখেছেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের নিজেদের অন্তর ও দোয়ায় সবসময় স্মরণ রাখবেন। যারা ৭৫ বছরেরও বেশি সময় ধরে ঘরবাড়ি থেকে নির্বাসিত হয়ে ও বর্ণবৈষম্য সহ্য করে এখন নৃশংস গণহত্যার শিকার হচ্ছে, তারা যেন এই নিপীড়ন থেকে মুক্তি পায়।’

পাকিস্তানি অভিনেত্রী ওই পোস্টে তার স্বামী হামজা আমিন প্রথমবারের মতো ওমরাহ আদায়ের সৌভাগ্য অর্জন করায় তাকে বিশেষ অভিনন্দনও জানিয়েছেন।

একইসাথে উশনা শাহ তার ওমরাহ পালনকে সহজ করে তোলা এবং বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তাগ্রস্তদের আশা দেয়ার জন্য ঐতিহাসিক তুর্কি ওয়েব সিরিজ ‘ফাতিহ সালাহউদ্দিন আইয়ুবী’র প্রযোজক ডক্টর কাশিফ আনসারির প্রতিও কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

সফল উদ্যোক্তা হতে গেলে যা থাকতে হবে আপনার মাঝে

তিনি তার ভক্তদের ঐতিহাসিক ওয়েব সিরিজটি দেখার অনুরোধ জানিয়ে বলেন, ‘এই ওয়েব সিরিজটি মিডিয়া জিহাদ। এটি বিশ্বকে আমাদের বীরদের, আমাদের ইতিহাস এবং এমন একটি সময় সম্পর্কে জানানোর জন্য তৈরি করা হয়েছে, যখন জেরুসালেম মুসলমানদের দ্বারা শাসনাধীন ছিল এবং তিনটি ইবরাহিমি ধর্মের অনুসারীরা সেখানে শান্তি ও নিরাপদে বসবাস করত।’

সূত্র : ডেইলি জংগ