বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না আইফোনের ৩টি পুরাতন মডেলে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের তরফ থেকে এমনটিই জানানো হয়েছে। এর অর্থ হচ্ছে আইফোনের এই মডেলগুলো যারা ব্যবহার করেন তাদেরকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে নতুন ফোন ব্যবহার করতে হবে।
এ তালিকায় রয়েছে, আইফোন ৬ প্লাস, আইফোন ৬, আইফোন ৫এস। নতুন আইফোনের মডেল যেগুলো আইফোন ১৫-র থেকে বেশি ভার্সনের আইওএস দ্বারা পরিচালিত হয় সেগুলোতে স্বাভাবিকভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।
আইওএস ১২-এর কম ভার্সনের আইওএস-এর সাপোর্ট থাকলে সেই ফোনে আর কাজ করে না হোয়াটসঅ্যাপ। তবে আগামী বছরের ৫ মে থেকে এ মাপকাঠি হতে চলেছে আইওএস ১৫.১। আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫এস লঞ্চ হয়েছে প্রায় এক দশক আগে। ফলে এগুলোয় আইওএস ১২ আপডেট না থাকাটাই স্বাভাবিক।
চলছে না ‘পুষ্পা টু’: মালিককে খু.নে.র হু.ম.কি, সিনেমা হলে ভাঙচুর
যদিও আইফোন ইউজারদের কাছে এখনো ৫ মাস সময় রয়েছে আইওএস ভার্সন আপগ্রেড করে নেওয়ার। লেটেস্ট আইওএস ভার্সন হলো আইওএস ১৮.১। যদি আপনার আইফোনে, এ আইওএস ভার্সন সাপোর্ট নাও করে, তাহলে আইওএস ১৫-এর থেকে বেশি কোনো আইওএস ভার্সন আপডেট করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।