টেবিল ভরা খাবারে ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন

নিস

জুমবাংলা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি। তাকে ডিবির গাড়িতে করে ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

নিস

ছেড়ে দেওয়ার পর ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে দেখা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি।

ভিডিওতে দেখা যায়, খাবারের মেন্যুতে ছিল খাসি, মুরগির মাংস, মাছ, রোস্ট ও সবজি। এ ছাড়া আম, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলও ছিল খাবারের টেবিলে।

শনিবার সকাল ১১টায় ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনে গয়েশ্বরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সেখান থেকে সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় গয়েশ্বরকে আটক করেছিল পুলিশ।

স্মার্টফোনে কত পারসেন্ট চার্জ দেওয়া উচিত

এদিকে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে উপস্থিত সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়, রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল।

সেখান থেকে অফিসে দিয়ে গেল।