দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমেছে পাকিস্তান-শ্রীলঙ্কা

পাকিস্তান-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : শুরুতেই বৃষ্টি বাধা কাটিয়ে মাঠে গড়ায় কলম্বো টেস্ট। তবে দ্বিতীয় দিনে নির্বিঘ্নে শুরু হয়েছে খেলা। প্রথম দিন পার করা পাকিস্তানের দুই ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম দ্বিতীয় দিনের খেলা শুরু করেন।

পাকিস্তান-শ্রীলঙ্কা

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় শ্রীলঙ্কার কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিনে মাত্র ১৬৬ রানে শ্রীলঙ্কা অলআউট হলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দলটি ২ উইকেটে ১৪৫ রান তুলে দিনের খেলা শেষ করে।

দ্বিতীয় দিনে পাকিস্তানের হয়ে উইকেটে আসেন অপরাজিত দুই ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক ও বাবর আজম। প্রথম দিনে ৭৪ রানে আব্দুল্লাহ ও ৮ রানে বাবর অপরাজিত ছিলেন। সেইসঙ্গে দলটি ২১ রানে পিছিয়ে ছিল। তবে দ্বিতীয় দিনে খেলতে নেমে ৩৬ ওভারেই লঙ্কানদের স্কোর স্পর্শ করে পাকিস্তান। এরপরে শুরু হয় লিড রান সংগ্রহ।

অবশেষে যে শাস্তি পেলেন হারমানপ্রীত!

এর আগে প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে কাজের কাজটি করতে পারেননি স্বাগতিকরা। ৪৮.৪ ওভারে ১৬৬ রান তুলতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। আর পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন আবরার আহমেদ।