বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আবারও ‘এন্ড কল’ বাটন সরানো হলো আইফোন অপারেটিংয়ের সর্বশেষ সংস্করণ আইওএস ১৭–এর বেটা সংস্করণ থেকে। এখন এটার অবস্থান কল স্ক্রিনে বাটন ছকের নিচের মাঝখানে। এর আগে যার স্থান হয়েছিল ছকের নিচের ডান পাশে। এটি একটি ‘ছোটো পরিবর্তন’ বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ।
ভার্জ জানায়, গত জুনে আইওএস-১৭ বেটা সংস্করণ বের হওয়ার পর প্রথম দেখা যায় এর ‘এন্ড কল’ বাটনটি তার আগের অবস্থানে নেই। কিন্তু ‘এন্ড’ বাটনটির নতুন এই অবস্থান নিয়ে অনেকেই ভিন্নমত পোষণ করেছিলেন। বেশিরভাগ মানুষের বিরোধিতার করণে অ্যাপলকে তার এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো।
ভার্জ আরও জানায়, বড় স্ক্রিনের ফোনে কল কন্ট্রোলগুলোকে নিচের দিকে নামালে তা ব্যবহার করাও সহজ হয় বলে মন্তব্য করে ভার্জ। তবে এটা ছাড়া আর তেমন কোনও পরিবর্তন নেই এই নতুন সংস্করণে বলে জানায় সংবাদমাধ্যমটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।