জুমবাংলা ডেস্ক : আপনি রাস্তাঘাটে প্রায় লক্ষ্য করেছেন যে অন্ধ ব্যক্তিদের কালো চশমা পরতে, কিন্তু কখনো ভেবেছেন তারা কালো চশমা পরেন কেন? এই প্রশ্নের উত্তর জানা না থাকলে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।
১) প্রশ্নঃ স্মার্টফোন প্রথম বাজারজাত করে কোন কোম্পানি?
উত্তরঃ আইবিএম স্মার্টফোন কোম্পানি প্রথম বাজারজাত করেছিল।
২) প্রশ্নঃ এশিয়া মহাদেশে সবথেকে শেষে স্বাধীন হয়েছে কোন দেশ?
উত্তরঃ পূর্ব তিমুর, ২০০২ সালের স্বাধীন হয়েছিল।
৩) প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান দেশের সীমারেখার নাম কি?
উত্তরঃ ডুরান্ড লাইন।
৪) প্রশ্নঃ যে কাছে ফল ধরে কিন্তু ফুল ধরেনা তাকে এক কথায় কি বলা হয়?
উত্তরঃ বনস্পতি গাছ বলা হয়।
৫) প্রশ্নঃ ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল?
উত্তরঃ ঋকবেদে ভারতবর্ষ নামটি প্রথম পাওয়া গিয়েছিল।
৬) প্রশ্নঃ ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম ভারতীয় রাজ্য।
৭) প্রশ্নঃ কোন গাছকে স্বর্গীয় গাছ বলা হয়?
উত্তরঃ নারকেল গাছকে স্বর্গীয় গাছ বলা হয়।
৮) প্রশ্নঃ গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয়?
উত্তরঃ গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয়।
৯) প্রশ্নঃ ঘুমের সময় মাথা থেকে ফোন কতটা দূরে রাখা উচিত?
উত্তরঃ কমপক্ষে তিন ফুট দূরত্বে ঘুমানোর সময় মাথা থেকে দূরে ফোন রাখা উচিত।
কাজ পেতে যা করতে হয়েছিল, লোমহর্ষক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী
১০) প্রশ্নঃ জানেন অন্ধ মানুষেরা কালো চশমা পরেন কেন?
উত্তরঃ আসলে অন্ধ মানুষদের চোখের সূর্যের আলো লাগলে ভীষণ জ্বালাপোড়া অনুভূত হয়। এছাড়া অন্যরা যাতে তাদের দেখে এক নজরে বুঝতে পারে যে সে একজন অন্ধ মানুষ তাই তারা কালো চশমা পরেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।