মোশাররফ করিমের যে নাটক প্রচার হবে ছয়টি চ্যানেলে

বিনোদন ডেস্ক : কাস্টমস দিবস উপলক্ষ্যে দেশের ছয়টি টিভি চ্যানেলে প্রচার হবে একটি নাটক। নাম ‘স্বর্ণমানব-৫’। মূলত স্বর্ণমানব নামে একটি নাটকের পাঁচ নাম্বার সিক্যুয়াল এটি। এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘মাই সেকেন্ড হোম’।

নাটকটি রচনা করেছেন ড. মইনুল খান ও পরিচালনা করেছেন এসএ হক অলীক। নির্মাতা জানিয়েছেন আগামী ২৬ জানুয়ারি কাস্টমস দিবসে এনটিভি, চ্যানেল আই, আরটিভি, বৈশাখী টিভি, দীপ্ত টিভি ও বাংলাভিশনে এটি প্রচার হবে।

নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন জাহান, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, রুনা খানসহ অনেকে। অসততাকে পুঁজি করে সামাজিকভাবে কেউ শীর্ষে গেলেও শেষ পর্যন্ত অসৎ কিছুর ফলাফল যে ভালো হয় না, সেটাই এ নাটকে তুলে ধরা হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘কাজটি আমার কাছে ভালো লেগেছে। আশা করছি প্রচারের পর দর্শকের ভালো লাগবে।’ রুনা খান বলেন, ‘এসএ হক অলীকের পরিচালনায় এবারই আমার প্রথম কাজ করা। প্রথম কাজ খুবই ভালো লেগেছে আমার। এ নাটকে সহশিল্পী যারা তাদের সঙ্গে কাজ করাও সবসময়ই ভীষণ ভালোলাগার।’

‘হঠাৎ বৃষ্টি’ ও ফেরদৌসকে নিয়ে বিস্ফোরক দাবি শ্রীলেখার