জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে এক ঘণ্টার জন্য প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন স্কুলছাত্রী জুলেখা আক্তার (১৫)।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে।
এ সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল প্রতীকী চেয়ারম্যানকে তার নিজের চেয়ারে বসিয়ে দিয়ে স্বাগত জানান।
জুলেখা আক্তার স্থানীয় মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) দৌলতদিয়া শাখার চাইল্ড পার্লামেন্ট সদস্য। সে দৌলতদিয়া সামছু মাস্টারপাড়ার শেখ খালেক ও জাকিয়া বেগম দম্পতির সন্তান। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও মা গৃহিণী। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জুলেখা আক্তার শিশুদের নিয়ে কাজ করছে।
প্রতীকী দায়িত্ব পালনকালে জুলেখা বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, ডেঙ্গু সচেতনতা ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, আমি আজকে প্রতীকী চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে অনেক উদ্বুদ্ধ হয়েছি। সেই সঙ্গে একজন ইউপি চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছি। আমাকে এ সুযোগ দেওয়ায় আমি সম্মানিত চেয়ারম্যান এবং কেকেএসের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করা আমাদের সবার দায়িত্ব। জুলেখা আজ প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। আশা করি আগামীতে সে এর চাইতেও ভালো স্থানে অধিষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউপি সচিব মেনামুল হাসান মিন্টু, কেকেএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহাদৎ হোসেন, ইউপি সদস্য গফুর খান, মহিলা সদস্য নুরজাহান বেগম, আয়েশা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম শেখ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভের প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।