জুমবাংলা ডেস্ক : ছবির এই বাজারটির নাম এক মিনিটের ঈদ বাজার। এই বাজারের মালিক ফখরুল আলম সমর। তিনি সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এই বাজারে পাশাপাশি রয়েছে শাড়ী কাপড়ের দোকান, লুঙ্গি, ফ্রকসহ শিশু পোশাক, জুতা স্যান্ডেল, চাল, চিনি, সেমাই, তেল প্রয়োজনীয় সব কিছু।
এই দোকানের খদ্দের সমাজের অসহায়, প্রতিবন্ধী, স্বল্প আয় ও কর্মহীন মানুষ। এবারের ঈদুল ফিতরে ঈদ আনন্দ উপভোগ করতে এসব মানুষ তাই ভীর করেছেন এক মিনিটের ঈদ বাজারে। ব্যাগের ভেতরে ভরে নিচ্ছেন যার যা কিছু দরকার তাই। তবে, সবই এখানে বিক্রি হচ্ছে ভালবাসার বিনিময়ে।
টাকা-পয়সা ছাড়া এসব ঈদ উপহার পেয়ে খুশী সাভার ও পার্শ্ববর্তী এলাকার এসব অসহায় মা-বোন ও শিশুরা। দোকানের মালিক ফখরুল আলম সমর নিজ হাতে ভালবাসার বিনিময়ে বিক্রি করছেন এসব পণ্য। যেন এখানে শুধুই ভালবাসার হাট বসেছে।
এসব সাধারণ মানুষের অফুরন্ত ভালবাসায় আপ্লুত চেয়ারম্যান ফখরুল আলম সমর আজীবন এভাবে নিজেকে বিলিয়ে দিতে চান সাধারণ মানুষের মাঝে।
উল্লেখ্য, শনিবার দুপুরে ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে ফখরুল আলম সমরের মরহুম সাংবাদিক পিতা ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এবার রমজানের শুরু থেকে তিনি ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।