বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি যথেষ্ট সাহসী এবং ঠোঁটকাটা স্বভাবের মানুষ। কেউ অপমান করলে তাকে ছেড়ে দেওয়া নয়, উল্টে দু-কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি। সোশ্যাল মিডিয়ার সুবাদে বিনোদন দুনিয়ার অভিনেত্রীদের খুব সহজেই টার্গেট করেন কিছু মানুষ। তবে তাদের জন্য স্বস্তিকা একাই একশো।
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয় স্বস্তিকাকে। ডিভোর্সী, সিঙ্গেল মাদার স্বস্তিকাকে নিয়ে চর্চার অন্ত নেই সামাজিক মাধ্যমে। আবার তার পোশাক-পরিচ্ছদ নিয়েও সোশ্যাল মিডিয়াতে কাটাছেঁড়া হয়। এবার টুইটারে জনৈক নেটিজেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে সরাসরিই অশ্লীল মন্তব্য করলেন, আবার পাল্টা জবাবও পেলেন।
তন্ময় ঘোষ নামের জনৈক নেটিজেন টুইটারে স্বস্তিকাকে প্রশ্ন করেন, “এক রাতের জন্য কত টাকা নেন?” তার জবাবে স্বস্তিকা যে উত্তর দেন তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। একটুও সময় না নিয়ে স্বস্তিকা লেখেন, “স্যার, আপনার সেই সামর্থ্য নেই আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে, তাই সে চেষ্টা করুন।”
স্বস্তিকার এই জবাব কিন্তু নেটিজেনদের মন জয় করে নিয়েছে আরও একবার। অভিনেত্রীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। অন্যদিকে যে ব্যক্তি স্বস্তিকাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছিলেন তাকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরাই। কেউ লিখছেন, “আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।” স্বস্তিকাকে উদ্দেশ্য করে ভক্তরা লিখছেন, “স্বস্তিকা আপনাকে ভালোবাসি। আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে।”
উল্লেখ্য কিছুদিন আগেই স্বস্তিকা নিজের মেকআপ বিহীন দুটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, “Grey Matters And yes call me old, old is sexy and I know it’.” সেই সময় রাম বণিক নামের এক ব্যক্তি অভিনেত্রীকে বিঁধে লেখেন, “আপনাকে অভিনেত্রী কম যৌ..নকর্মী বেশি লাগে।”
গিয়ার পাল্টানোর ধরনে মুগ্ধ হয়ে গাড়ি চালককেই বিয়ে করলেন নারী
ওই ব্যক্তির মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার তোলপাড় শুরু হয়। স্বস্তিকাও উত্তরে লেখেন, “থ্যাংক ইউ রাম বাবু। ওরা তো খেটে খাওয়া মানুষ, ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।”
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.