জুমবাংলা ডেস্ক : দাম্পত্য কলহের জেরে শুভন তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে জ্বলন্ত গ্যাসের চুলার উপর ধাক্কা দিয়ে ফেলে দেন বলে জানান পিপি।
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকরাম হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয় (৪৫) ময়মনসিংহের সদর উপজেলার কাউনিয়া এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি আকরাম হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ইয়াসমিন আক্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শুভন। পরে ধর্মান্তরিত হয়ে তারা বিয়ে করেন।
তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে শুভন তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে জ্বলন্ত গ্যাসের চুলার উপর ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে সারা শরীরে আগুন লেগে দগ্ধ হন ইয়াসমিন।
পিপি বলেন, এ সময় ইয়াসমিনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর ২০২০ সালের ১৩ জুলাই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ আইনজীবী আরও বলেন, এ ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।
পরে তদন্তকারী কর্মকর্তা শুভনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।