আন্তর্জাতিক ডেস্ক : এও এক চমৎকার ছাড়া আর কিছু নয়। এখন একটি গাছ লাগালেই পাওয়া যাবে ৪টি সবজি। এক গাছেই ফলছে টমেটো, বেগুন, মরিচ এবং আলু।
রান্নাঘরে প্রায় আবশ্যিক আলু, টমেটো, কাঁচা মরিচ। সঙ্গে বেগুনটাও থাকলে তো ভালই। এসব আলাদা আলাদা গাছে হয়। কিন্তু যদি এই ৪ সবজি একটি গাছেই ফলে তাহলে নিশ্চয়ই কারও আপত্তি থাকতে পারেনা!
অনেকেই একে অসম্ভব বলে উড়িয়ে দেবেন। এটা ঠিক এমন কাণ্ড বিশ্বাস করা কঠিন। কিন্তু এটাই বাস্তবে হচ্ছে। একটি মাত্র গাছেই একটা ডালে ঝুলছে টমেটো তো অন্য ডালে বেগুন, তো অন্য ডালে কাঁচা মরিচ। আবার এই গাছেরই গোড়ায় পাওয়া যাচ্ছে আলু। এমন অসম্ভব কিন্তু আগামী দিনের স্বাভাবিক চাষাবাদের রূপ নিতে চলেছে।
বারাণসীর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ভেজিটেবল রিসার্চ-এর বিজ্ঞানীরা এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন। প্রথমে তাঁরা একটি গাছে আলু আর টমেটো একসঙ্গে ফলাচ্ছিলেন। গাছের নাম দিয়েছিলেন পমেটো।
এরপর সেই গাছেই বেগুন ফলান তাঁরা। বদলে যায় গাছের নাম। নতুন নাম হয় ব্রিমেটো। ওই গাছেই এবার কাঁচা মরিচও ফলাতে সক্ষম হয়েছেন তাঁরা। ফলে এখন এক গাছেই ফলছে আলু, টমেটো, বেগুন এবং কাঁচা মরিচ!
তরমুজ চাষে লাভবান সুবর্ণচরের কৃষকরা, কম সময়ে বেশি ফলন পাওয়ায় বাড়ছে আবাদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।