One Plus 10 Pro স্মার্টফোনে আইফোনের ডায়নামিক আইসল্যান্ড ফিচার!

One Plus 10 Pro

ওয়ানপ্লাস টেন প্রো স্মার্টফোনটি ব্র্যান্ডের সর্বশেষ ফ্লাগশিপ হ্যান্ডসেট। স্মার্টফোনটি এ বছরের শুরুতেই মার্কেটে রিলিজ পেয়েছে। সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে ওয়ানপ্লাসের স্মার্টফোনে ডায়নামিক আইসল্যান্ড এর ফিচার থাকলে কেমন দেখতো সে বিষয়ে চমৎকার তথ্য উপস্থাপন করা হয়েছে।

One Plus 10 Pro

ওয়ানপ্লাসের সামনের ডিসপ্লেটি পাঞ্চ হোল ডিজাইনের। ডায়নামিক আইসল্যান্ড অপশনটি স্মার্টফোনের স্ক্রিনের বাম পাশে দেওয়া থাকবে। ‌এখানে আপনি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখতে পারবেন।

ইনকামিং কল, মিউজিক প্লেয়ার, google assistant, অডিও রেকর্ড ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। ইউটিউবে ভিডিওটি প্রকাশ করার পর ওয়ানপ্লাস স্মার্টফোনের এ ডাইনামিক আইসল্যান্ডের কনসেপ্ট মানুষ অনেক পছন্দ করেছে।

অনেকে এটাও বলেছে যে iphone 14 প্রো এর ডাইনামিক আইসল্যান্ড দেখতে যেরকম সেখান থেকে ওয়ানপ্লাসের স্মার্টফোনে আরও ভালো দেখাচ্ছে। কেননা এটি পুরো জায়গা দখল করেনি।

প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন যে ওয়ানপ্লাস এর স্মার্টফোনে যদি ভবিষ্যতে ডায়নামিক ফিচার থাকে তাহলে তা iphone14 স্মার্টফোন থেকেও ভালো অভিজ্ঞতা প্রদান করবে।

OnePlus 10 Pro মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোলেড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৪৪০X৩২১৬ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে। কর্নিং গরিলা গ্লাসের নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে। এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের।

OnePlus 10 Pro ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ এছাড়া। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১।

https://youtu.be/nZSLsWstZP0

৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। OnePlus 10 Pro মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এখানে ফাস্ট চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

OnePlus 10 Pro তে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ৮ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড। OnePlus 10 Pro মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৮৫ হাজার টাকা ও ৬২ হাজার রুপি।