গুগল নতুন সিম ইন্টারফেস সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩ এর ফিচার নিয়ে কাজ করছে। গুগল চাইছে যে, যারা এক ফোনে দুটি সিম কার্ড ব্যবহার করে তাদের জন্য এই ফিচার গেম-চেঞ্জার হতে পারে এবং স্মার্টফোন নির্মাতাদেরও ব্যবহার করার জন্য কিছু অতিরিক্ত জায়গা ছেড়ে দেয়।
একাধিক সক্রিয় প্রোফাইল (Multiple Enable Profile) নামক একটি বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে ই-সিম প্ল্যাটফর্মে দুটি মোবাইল অপারেটর ক্যারিয়ার প্রোফাইল বরাদ্দ করতে চায় এবং সহজেই যেনো সিম নেটওয়ার্কসমূহের মধ্যে সুইচ করা যায় সে ব্যবস্থাও রাখা হবে৷
গুগল জানায়, ২০২০ সালে দায়ের করা একটি পেটেন্টের উপর ভিত্তি করে নতুন ফিচারটি বাস্তবায়ন করা হচ্ছে যা বিদ্যমান সিম ইন্টারফেসকে দুটি ডিজিটাল সংযোগে বিভক্ত করবে।
বর্তমানে গুগল তাদের পিক্সেল হার্ডওয়ার এ ডাবল সিম ইন্টারফেস সিস্টেম পরীক্ষা করে দেখছে। পরীক্ষা সফল হলে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।