বিনোদন ডেস্ক : গেলো বছরের প্রায় অর্ধেক সময় জুড়ে বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে ছিল বচ্চন পরিবারে ভাঙনের সুর। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ঘর ভাঙার আভাস নিয়ে চলছিল বিস্তর আলোচনা। যদিও তা নিয়ে বচ্চন পরিবারের কেউই কোনও কথা বলেননি।
তবে ২০২৪ সালে দেখা যাচ্ছে একের পর এক চমক। বছরের শুরুতেই সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে স্বামীর কবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যা ও শ্বশুর অমিতাভ বচ্চন।
এদিকে এত কিছুর মাঝে ছেলে ও নাতনির সঙ্গে বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হন বিগ বি। নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে দেখা গেল অভিনেতাকে। তিন প্রজন্মকে একসঙ্গে দেখে খুশি ভক্তরা। একের পর এক ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে ছবি।
উল্লেখ্য, সেদিন গ্যালারির দর্শকাসনে পাশাপাশি অভিষেক, অমিতাভ, ঐশ্বরিয়াদের দেখার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। যদিও অনেকেই অভিষেকের আঙুলে বিয়ের আংটি আছে কিনা, সেই নিয়ে গোয়েন্দাগিরি চালিয়েছেন।
তবে গেলো কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, এরই যেন উত্তর দিল বচ্চন পরিবার। তারা একসঙ্গেই আছেন, সে কথাই বুঝিয়ে দিলেন ঐশ্বর্যা-অভিষেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।