Advertisement
ইরাকের কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ৬১ জন নিহতের খবর জানিয়েছে আল জাজিরা। ক্ষতিগ্রস্ত ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে।
এর আগে, এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ৫৯ জন ভুক্তভোগীর একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব ব্যক্তিদের পরিচয় জানা গেছে। তবে একটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
শপিংমলটি চালু হয়েছিল এক সপ্তাহ আগে। এতে একটি রেস্তোরাঁ ও সুপারমার্কেট ছিল। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভবনের ভেতর এখনো কিছু লোক নিখোঁজ আছেন।
এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, ঘটনা তদন্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে যেতে বলেছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।