জুমবাংলা ডেস্ক : সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা। ভারত থেকে আমদানি শুরু হচ্ছে এ খবরে বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এ কারণেই মূলত দাম কমতে শুরু করেছে বলে দাবি বিক্রেতাদের।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রত্যেকটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। তবে দেশী ছাড়া অন্য কোনো পেঁয়াজ দেখতে পাওয়া যায়নি। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৮০ টাকা। খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৯০ টাকা। দাম কমায় বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে পেঁয়াজ কিনতে আসা মেহেদুল ইসলাম বলেন, ‘প্রতি বছর রমজান মাস এলেই পেঁয়াজের দাম বাড়ে। কিন্তু এবারে দাম কমতির দিকে। এক সপ্তাহ আগে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হয়েছিল। এখন কেজিতে ২০ টাকা কমে ৭০ টাকা দরে পাওয়া যাচ্ছে। এতে আমাদের মতো মানুষের বেশ ভালো হয়েছে।’ পেঁয়াজের দাম যেন আরো কমে ২৫-৩০ টাকায় আসে, সে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
পেঁয়াজ কিনতে আসা রোকসানা আকতার বলেন, ‘দাম কমায় আমরা চাহিদামতো কিনতে পারছি। দাম যেন এমন কম থাকে, তাহলে আমাদের মতো মানুষের এ রমজানে সংসার চালানো কিছুটা হলেও সহজ হবে।’
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘প্রতি বছর রমজান মাস এলেই পেঁয়াজ সরবরাহে যেমন সমস্যার সৃষ্টি হয়, তেমনি কিন্তু দাম চড়া হয়ে ওঠে। কিন্তু এবারের রমজানে চিত্র পুরোপুরি উল্টো। রোজা শুরুর আগে থেকেই দাম বাড়ার পরিবর্তে কমছে। কারণ সরকারিভাবে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিন্ধান্ত হয়েছে।
শিগগিরই ভারত থেকে এসব পেঁয়াজ বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে বলে আমরা শুনতে পারছি। রমজানকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে কৃষক থেকে শুরু করে আড়তদাররা বাড়তি দামের আশায় পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন। তারা আমদানির খবরে সেসব পেঁয়াজ ছাড়তে শুরু করেছেন। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে জমি থেকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।’
তিনি আরো বলেন, ‘এক সপ্তাহ আগে মোকামে যে পেঁয়াজ ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা মণ দরে কিনতে হচ্ছিল, তার দাম এখন কমতে কমতে আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ টাকায় নেমেছে। বাজারে ভারতীয় পেঁয়াজ প্রবেশ করলে দাম আরো কমে আসবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।