অনেকে মনে করেন আমি বিয়ে করেছি : সিদ্দিক

সিদ্দিক

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। ভালোবেসে ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৫ জুন তাদের ঘরে জন্ম হয় পুত্র সন্তানের। ভালোবাসার সংসার খুব বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

সিদ্দিক

দীর্ঘদিন ধরে সিদ্দিক আবার বিয়ে করছেন এমন গুঞ্জন ওঠে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

সিদ্দিক বলেন, যারা এসব বলে তারা আমার সম্পর্কে না জেনেই বলে। আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি। আপাতত বিয়ে নিয়ে কিছু ভাবছি না। ছেলের ভবিষ্যৎ নিয়েই আমার সকল চিন্তা ভাবনা। ওকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেওয়াটাই আমার বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, মাঝে মাঝে আমার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকে মনে করেন আমি বিয়ে করেছি বা আমি নতুন লাইফ শুরু করেছি- তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার নতুন জীবন মানে আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আরশ হোসাইনকে নিয়ে থাকতে চাই।

ভেঙে গেল প্রভাস ও আনুশকার প্রেম

সিদ্দিক আরো বলেন, আমাদের দেশে সিঙ্গেল মাদার শব্দটা ব্যবহার হয় কিন্তু সিঙ্গেল ফাদার শব্দটা ব্যবহার হয় না। আমি আসলে এই শব্দটা ব্যবহার করতে চাচ্ছি আরশ হোসাইনের জন্য। আপনাদের মতামত কি? আমার মনে হয়, ভালোবাসার জায়গা থেকে আপনার আমার এই কথাকে সম্মতি দেবেন।