বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান সম্প্রতি ভারতের মুম্বাই গিয়েছিলেন। তার এই সফর নিয়ে গুঞ্জন চলছে- তিনি বলিউডের কোনো প্রজেক্টে কাজ করছেন কিনা। এ নিয়ে মুখ খুললেন এই অভিনেতা।
বুধবার (৮ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহড়া দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদ খান জানান, মুম্বাইয়ে অনেক বড় একটা মিশন নিয়ে গিয়েছিলেন তিনি।
মুম্বাই সফর নিয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘মুম্বাইয়ে অনেক বড় একটা মিশন ছিল। সেটা খুব শিগগিরই আপনাদের কাছে খোলাসা করে বলব। দুই এক সপ্তাহের মধ্যে আবার যাচ্ছি।’ মুম্বাইয়ের কোনো সিনেমায় দেখা যাবে কিনা; সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত মনে করেন ঘুরতেই যাচ্ছি। আপনাদের সামনে খোলাসা করে যখন বলব, সেটাই আপনারা নিউজ করবেন তখন।’
তবে পরবর্তী প্রজেক্টের জন্য শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই চিত্রনায়ক। যেহেতু মুম্বাই গেলেন, ওজন কমাচ্ছেন, সব মিলিয়ে আগামীতে বড় প্রজেক্টে আপনাকে দেখতে পাচ্ছি কিনা; সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হাস্যোজ্জ্বল মুখে জায়েদ বলেন, ‘সেটা তো আপনাদের মুখ থেকে বের হবে…।’
মুম্বাই থেকে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন জায়েদ খান। এর মধ্যে বাঘের ছাপযুক্ত টি-শার্ট পড়া একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘টাইগার ইন মুম্বাই।’
সাংবাদিকদের সঙ্গে আলাপে সেই প্রসঙ্গ টেনেও তিনি বলেন, ‘মুম্বাইতেও বাংলাদেশের মানুষ গিয়ে ভালো অবস্থানে থাকতে পারে সেটা আমি বুঝানোর চেষ্টা করেছি। বাঘও মুম্বাইতে আছে। সেটা আমি বুঝানোর চেষ্টা করেছি। আমার বাংলাদেশকে আমি বড় করার চেষ্টা করেছি। বাংলাদেশিরা অবহেলিত না, বাংলাদেশিরা যেকোনো জায়গায় গেলেই ভালো পজেশনে থাকে সেটা বুঝনোর চেষ্টা করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।