ওয়ানপ্লাস মানেই কম দামে ফ্ল্যাগশিপ ফোন এমন একটা ধারণা ছিল মানুষের। যদিও বর্তমানে সেই অবস্থা নেই। তাদের চেয়ে ভালো দামে অনেক কোম্পানিই আরও ভালো ফোন নিয়ে আসতেছে মার্কেটে।
ওয়ানপ্লাস তাদের পরবর্তী স্মার্টফোন OnePlus 10 Pro লঞ্চ করতে যাচ্ছে। ওয়ানপ্লাস ভক্তদের হয়তো ফলে ফোনটি দেখতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী জানুয়ারি ওয়ানপ্লাস ১০ প্রো ফোন বাজারের আসবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ।
চায়না সোশ্যাল মিডিয়া উইবোতে এক পোস্টে ওয়ানপ্লাস প্রধান জানান, ‘ওয়ানপ্লাস ১০ প্রো, জানুয়ারিতে তোমার সাথে দেখা হবে’।
এই খবর যদি সত্যি হয়, তাহলে ওয়ানপ্লাস তাদের পরবর্তী ফোন উন্মোচন করে তবে এটি ব্র্যান্ডটির সাধারণ টাইমলাইনকে বদলে ফেলবে। গত কয়েক বছর ধরে মার্চ কিংবা এপ্রিলে ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করে আসছে, যা সাধারণত স্যামসাংয়ের নতুন এস সিরিজ ফোন উন্মোচনের ঠিক পরেই হতো।
শোনা যাচ্ছে, এবছর ওয়ানপ্লাস শুধুমাত্র একটি ফোন উন্মোচন করবে। ফলে এর বেজ মডেল ও প্রো মডেলটি থাকছে না।
এর আগে লাউ জানিয়েছিলেন, নতুন ১০ সিরিজের ডিভাইসে থাকবে অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর অপারেটিং সিস্টেম যা ওয়ানপ্লাস অপোর সাথে শেয়ার করেছে। বিবিকে ইলেকট্রনিক্সের মালিকানায় চলতি বছরে উভয় কোম্পানি একত্রীভূত হয়েছে। বর্তমানে অপোর সাব-ব্র্যান্ড হিসেবে রয়েছে ওয়ানপ্লাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।