বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OnePlus মোবাইল নতুন বছরের শুরুতে নতুন করে নিয়ে আসছে OnePlus 10 Pro মোবাইল। এটি একটি হাই বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে উন্নতমানের ফিচার। প্রায় সব রকম সুযোগ সুবিধা মিলবে এই ফোনটিতে। জানুয়ারি ২০২২ এ লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
OnePlus 10 Pro মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৪৪০X৩২১৬ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে। কর্নিং গরিলা গ্লাসের নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে। এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন সম্পর্কিত কিছু এখনো জানা যায়নি।
OnePlus 10 Pro ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ এছাড়া। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। OnePlus 10 Pro মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এখানে ফাস্ট চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
OnePlus 10 Pro তে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ৮ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, পোরট্রেইট, প্যানোরামা, গাইরো- ই আই এস, ৪কে ভিডিও রেকর্ডিং, স্লো মোশন, ও আই এস এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/২৪০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। OnePlus 10 Pro মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৯০,৯৭৮ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।