বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে। ওয়ানপ্লাস ১০আর ফাইভজি ফোনটি চীনের বাজারে পাওয়া গেলেও বিশ্ব বাজারে আসবে চলতি মাসের শেষের দিকে। ফোনটির মূল আকর্ষণ চার্জিং ফিচার। এতে ব্যবহার করা হয়েছে ১৫০ ওয়াটের সুপারভোক চার্জার। যা দিয়ে ফোনটিকে ১০ মিনিটেই ফুল চার্জ করা যাবে।
ওয়ানপ্লাস ১০আর ফাইভজি
ওয়ানপ্লাস ১০আর ফাইভজি ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এর স্ক্রীনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ পাশাপাশি ক্যামেরায় থাকবে হোল পাঞ্চ ডিজাইন।
ওয়ানপ্লাস তাদের নতুন ফোনে অক্টোকোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর ব্যবহার করেছে। এতে ১২ জিবি র্যামের পাশাপাশি থাকবে ২৬৫ জিবি রম। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে থাকছে ৫০ মেগাপ্রিক্সেলের সনির আইএমএক্স ৭৬৬ সেন্সর।
অ্যান্ড্রয়েড ১২ চালিতে এই ফোনে ১৬ মেগাপ্রিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এছাড়া দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে ফোনটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোরকে ভিডিওর সুবিধা তো আছেই।
একনজরে ফোনটির স্পেসিফিকেশন
র্যাম: ১২ জিবি, রম ২৬৫ জিবি
প্রসেসর: অক্টোকোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে
রেজুলেশন: ১০৮০×২৪১২ পিক্সেল
বাজার মূল্য: ৫৬ হাজার টাকা (সম্ভাব্য)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।