বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে ১০আর উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস। এটি অনেকটা ওয়ানপ্লাস এসের দ্বিতীয় সংস্করণ। একই স্মার্টফোনের নতুন সংস্করণ হলেও ওয়ানপ্লাস ১০আর এ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হবে। খবর গিজমোচায়না।
প্রকাশিত টিজারে ওয়ানপ্লাস ১০আর স্মার্টফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এটি নন ম্যাক্স ডাইমেনসিটি ৮১০০ চিপের তুলনায় কম শক্তিশালী। তবে এ দুটি চিপসেটের মধ্যে মূল পার্থক্যের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
নন ম্যাক্স ডাইমেনসিটি ৮১০০ একটি অক্টা-কোর প্রসেসর। যেখানে চারটি করটেক্স এ৭৮ পারফরম্যান্স কোর রয়েছে। যেগুলো সর্বোচ্চ ২ দশমিক ৭৫ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। এছাড়া এতে ২ গিগাহার্টজ গতির চারটি ফোরএক্স করটেক্স এ৫৫ ইকোনমি কোরের সঙ্গে মালি জি৬১০ এমসি৬ জিপিইউ এবং মিডিয়াটেক ৫৮০ অ্যাক্সিলারেটেড প্রসেসিং ইউনিট (এপিইউ) রয়েছে। ওয়ানপ্লাস ১০আরে ১৫০ ওয়াটের সুপারভিওওসি ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি মাত্র ১৭ মিনিটে স্মার্টফোনটি ফুল চার্জ দেয়া সম্ভব। ডিভাইসটিতে ৬ দশমিক ৭ ইঞ্চির ইফোর অ্যামোলেড ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের ডিসপ্লে রয়েছে। এতে ১২০ হার্টজের রিফ্রেশ রেট ও এইচডিআর১০প্লাস সাপোর্ট ফিচার রয়েছে।
ডিভাইসটিতে ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। নতুন স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যাম থাকতে পারে। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ও অক্সিজেন ওএস থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।