বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OnePlus 11 5G ফোনটি 2023-এর 7 ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে৷ এটি হবে কোম্পানির 2023 সালে লঞ্চ হওয়া প্রথম ফ্ল্যাগশিপ (কোনও কোম্পানি তাদের সর্বাধিক উন্নত প্রযুক্তি, সর্বোচ্চ মানের পার্টস ও সর্বাধুনিক মডেলের যে ফোন বানায় তাকে ঐ কোম্পানির ফ্লাগ শিপ ফোন বলে) ফোনগুলির মধ্যে একটি। ওয়ানপ্লাস 11 5G ফোনের দাম হতে পারে 55,000-65,000 হাজার টাকার মধ্যে। যদিও কোম্পানির তরফে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। তবে লঞ্চের আগে ইতিমধ্যেই কোম্পানির তরফে OnePlus 11 5G-এর একাধিক অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে।
OnePlus 11 5G-এর অফিসিয়াল টিজারে প্রকাশিত হয়েছে একাধিক স্পেসিফিকেশন। সেগুলি হল:
ওয়ানপ্লাস 11 5G-এ থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। ব্যাক ক্যামেরায় থাকবে সার্কুলার বা গোলাকার মডেল। যা আগের ফোনগুলির তুলনায় বেশি আকষর্ণীয় বলে মনে করা হচ্ছে। হাই রেজোলিউশনের টেলিফটো ক্যামেরা থাকবে এই ফোনে। এছাড়াও ওয়ানপ্লাস 11 5G ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও থাকতে পারে। এই স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির অ্যামোলেড (Amoled) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এই প্যানেলটি সম্ভবত কোয়াড-এইচডি + রেজোলিউশন অফার করবে।
এছাড়াও ওই ফোনে থাকবে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর, 32 মেগাপিক্সেলের টেলিফটো সেনসর, 2x জুম। এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর থাকতে পারে। চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচও থাকবে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 11 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স890 প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আইএমএক্স581 আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2x জুম সাপোর্ট সহ একটি 32 মেগাপিক্সেলের আইএমএক্স709 টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11 5G স্মার্টফোনে 100w ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা।
কোম্পানির শেয়ার করা আরেকটি টিজার অনুসারে, এই ফোন কালো রঙে লঞ্চ করা হবে। ফোনের পিছনে থাকবে গ্লাস ব্যাক এবং গ্লসি ফিনিশ। সেই সঙ্গে ডিভাইসটিতে ম্যাট ফিনিশও থাকবে। টিজার অনুসারে পরবর্তী কালে অন্য রঙেও এই ফোন লঞ্চ হতে পারে।
শক্তিশালী প্রসেসরে Realme 10 Pro+ 5G-র বাজিমাত, স্পেসিফিকেশনে চোখ কপালে উঠবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।