বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস ১১ থাকবে Qualcomm – এর সবথেকে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 2 প্রসেসর। থাকছে 100 W ফাস্ট চার্জিং ও 50 W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
২০২৩ সালে বাজারে আসবে OnePlus – এর পরিবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 11। ইতিমধ্যেই এই ফোন নিয়ে টেক দুনিয়ায় হৈ চৈ শুরু হয়ে গিয়েছে। এই ফোনে থাকবে Qualcomm – এর সবথেকে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Gen 2 প্রসেসর। কিন্তু লঞ্চের আগেই এই ফোনের একাধিক কালার ফাঁস হয়ে গেল। জানা গিয়েছে 2টি রঙে এই ফোন পাওয়া যাবে। গ্লসি গ্রিন ও ম্যাট ব্ল্যাক কালারে লঞ্চ হতে চলেছে OnePlus – এর পরিবর্তী ফ্ল্যাগশিপ। OnePlus 10 Pro – র উত্তরসূরি এই মডেলে থাকবে 12 GB RAM ও 256 GB স্টোরেজ।
সম্প্রতি এক টুইটে এই ফোনের বিভিন্ন রঙ সম্পর্কে জানিয়েছেন ম্যাক্স জাম্বর নামে এক টিপস্টার। তিনি জানিয়েছেন গ্লসি গ্রিন ও ম্যাট ব্ল্যাক কালারে এই ফোন লঞ্চ করতে চলেছে OnePlus। চলতি বছর মার্চে লঞ্চ হয়েছিল OnePlus 10 Pro। তখনও 2টি রঙে লঞ্চ হয়েছিল সেই ফোন। এমারেল্ড ফরেস্ট ও ভলক্যানিক ব্ল্যাক কালারে এই ফোন বিক্রি হয়েছে। এর পরে জেড গ্রিন ও মুনস্টোন ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছে OnePlus 10T। যদিও লঞ্চের পরে আরও কয়েকটি নতুন রঙে বাজারে আসতে পারে OnePlus 11।
সম্প্রতি লঞ্চ হয়েছে Qualcomm – এর সবথেকে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Gen 2। OnePlus 11 ফোনে এই চিপসেট ব্যবহারের খবর নিশ্চিত করেছে চিনা সংস্থাটি।
OnePlus 11 – এ থাকবে 6.7 ইঞ্চি কার্ভড AMOLED 2K ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 8 Gen 2 চিপসেট। OnePlus 11 – এর পিছনে থাকবে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 50 MP Sony IMX890 সেন্সর দেবে OnePlus। সঙ্গে থাকবে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেখানে 48 MP Sony IMX581 সেন্সর থাকবে। টেলিফটো ক্যামেরায় থাকবে 32 MP Sony IMX709 সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 5G, Wi-Fi 6E, Bluetooth v5.2, GPS ও USB Type-C পোর্ট। স্টিরিয়ো স্পিকারে থাকবে Dolby Atmos সাপোর্ট।
OnePlus 11 – এ থাকবে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 100 W সুপার ফাস্ট চার্জিং দিচ্ছে চিনা সংস্থাটি। 8 GB RAM + 128 GB স্টোরেজ ও 16 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোন বিক্রি করবে OnePlus। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 সালের মার্চের আগে লঞ্চ হবে OnePlus 11।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।