বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কয়েক মাস পরেই লঞ্চ হবে OnePlus -এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 11R। এই ফোনে থাকতে পাবে Snapdragon -এর সবথেকে শক্তিশালী প্রসেসর। ফিচারে ল্যাপটপকেও টেক্কা দেবে এই ফোন।
কয়েক মাস পরেই লঞ্চ হবে OnePlus -এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন OnePlus 11R। এই ফোনে থাকতে পাবে Snapdragon -এর সবথেকে শক্তিশালী প্রসেসর। লঞ্চের আগেই OnePlus 11R -এর একাধিক ফিচার ফাঁস হল অনলাইনে। জানা গিয়েছে, পরবর্তী ফ্ল্যাগশিপে 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দিতে পারে চিনা সংস্থাটি। থাকতে পাবে Snapdragon 8+ Gen 1 চিপসেট। এটাই Qualcomm -এর লেটেস্ট চিপসেট। সঙ্গে থাকতে পারে 16 GB RAM। এখনও বেশিরভাগ ল্যাপটপে 8 GB RAM ব্যবহার হলেও কোম্পানির পরবর্তী ফোনে 16 GB RAM দিতে পারে ওয়ানপ্লাস। কোন কোম্পানির যে ফোনে লেটেস্ট প্রযুক্তি ব্যবহার হতে সেই ডিভাইসকেই তখনকার ফ্ল্যাগশিপ মডেল বলে থাকেন টেক বিশেষজ্ঞরা।
এক টুইটার ব্যবহারকারী অনলাইনে OnePlus 11R -এর স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছেন। সেখানে জানানো হয়েছে এই ফোনে 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকবে। OnePlus 10R-এও 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দিয়েছিল চিনা সংস্থাটি। OnePlus 11R -এ শক্তি যোগাবে Qualcomm -এর তৈরি লেটেস্ট Snapdragon 8+ Gen 1 চিপসেট। সঙ্গে থাকতে পারে 16 GB RAM। এই খবর সত্যি হলে OnePlus 10R -এর সঙ্গে OnePlus 11R -এর স্পেসিফিকেশনে বড়সড় পার্থক্য হতে চলেছে। কারণ OnePlus 10R ফোনে ব্যবহার হয়েছিল MediaTek Dimensity 8100-Max চিপসেট।
জানা গিয়েছে, OnePlus 11R -এ থাকতে পারে 256 GB স্টোরেজ। ফোনের পিছনে থাকতে পারে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকতে পারে 50 MP সেন্সর। সঙ্গে একটি 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 2 MP ম্যাক্রো ক্যামেরা ব্যবহার হতে পারে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ব্যবহার হতে পারে 16 MP ফ্রন্ট ক্যামেরা।
OnePlus 11R -এ থাকতে পারে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকতে পারে 100 W SuperVOOC চার্জার। স্পেসিফিকেশন ফাঁস হলেও এখনও এই ফোনের দাম সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে 50,000 টাকার বেশি দামে এই ফোন বাজারে আসতে পারে।
চলতি বছর এপ্রিলে লঞ্চ হয়েছিল OnePlus 10R। MediaTek প্রসেসর সহ লঞ্চের সময় সেই ফোনের দাম ছিল 40,000 টাকার কম। এই ফোনেও রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।